যে কয়েকটি কারণে নরসিংদীর জেলাকে বিখ্যাত জেলা বলা হয়

পোস্ট ফায়িজা ব্যাগ হাউজ

কথিত আছে, প্রাচীনকালে এ অঞ্চলটি নরসিংহ নামক একজন রাজার শাসনাধীন ছিল। আনুমানিক পঞ্চদশ শতাব্দীর প্রথম দিকে রাজা নরসিংহ প্রাচীন ব্যক্ষ্মপুত্র নদের পশ্চিম তীরে নরসিংহপুর নামে একটি ছোট নগর স্থাপন করেছিলেনঅ তাঁরই নামানুসারে নরসিংদী নামটি আবির্ভূত হয়। নরসিংহ নামের সাথে ‘দী’ যুক্ত হয়ে নরসিংদী হয়েছে। নরসিংহদী শব্দের পরিবর্তিত রূপই নরসিংদী।

বিখ্যাত স্থান – 

ড্রিম হলিডে পার্ক – চৈতাব;


সোনাইমুড়ি টেক – শিবপুর উপজেলা;
দেওয়ান শরীফ মসজিদ – পলাশ উপজেলা;
আশ্রাবপুর মসজিদ – শিবপুর উপজেলার আশ্রবপুর;
বেলাব বাজার জামে মসজিদ – বেলাব উপজেলা সদর;
শাহ ইরানি মাজার – বেলাব উপজেলার পাটুলি ইউনিয়ন;
উয়ারী-বটেশ্বর – বেলাব উপজেলার অমলাব ইউনিয়ন;
বীর শ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি জাদুঘর – রায়পুরা উপজেলার রামনগর গ্রাম;
ভাই গিরিশ চন্দ্র সেনের বাস্তুভিটা – পাঁচদোনা বাজার সংলগ্ল বুড়ারহাট গ্রাম।@

বিখ্যাত বস্তুঃ – লুঙ্গি

বিখ্যাত খাবারঃ – সাগর কলা

হেলু

Leave a comment